প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৪:৫১ পি.এম
গোপালগঞ্জ ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড হতে ১৯ কেজি৭০০ গ্রাম গাঁজা সহ ০১ জন গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প সুত্রে জানা যায়,নিয়মিত টহলের অংশ হিসেবে ক্যাম্পের একটি আভিযানিক দল ১৮ সেপ্টেম্বর দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ইছালী ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ডে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও পরিবহনের করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত আভিযানিক দলটি দুপুর আনুমানিক ১২ টা ৪০ মিনিটের সময় কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ডের তায়েবা রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী- ১। মোঃ বাবু মিয়া (২৪), পিতা- মোঃ জমশেদ মিয়া, সাং- কালিপুর, ১২নং ওয়ার্ড, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে গাঁজা ১৯ কেজি ৭০০ গ্রাম ও ০১টি মোবাইল এবং ০১ টি সিমকার্ড উদ্ধারপূর্বক জব্দ করে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ কাশিয়ানী থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.