প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৩:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৪, ৬:১৯ পি.এম
গাবতলী-সদরঘাট বেড়িবাঁধ সড়কে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান
রাজধানীর গাবতলী থেকে সদরঘাট বেড়িবাঁধ সড়কে অবস্থান নিয়ে সড়ক আটকে বিক্ষোভ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় গাবতলী-সদরঘাট বেরীবাঁধ সড়কের মোহাম্মদপুর অংশে সড়ক আটকে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেরীবাঁধ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে আশপাশের পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাব, বাংলাদেশ ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। পুলিশ এসে দীর্ঘ দুই ঘণ্টা পর আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনলে মূল সড়ক ছেড়ে দিয়ে সড়কের এক পাশে অবস্থান নেয়।
এ সময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। তবে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.