যশোর ব্যুরো
প্যলেস্টাইনের নিরন্ন মানুষের জন্য ত্রাণ নিয় যাওয়া গ্লোবাল সমুদ ফ্লটিলার জাহাজ সমুহ আটকে দেয়া ও মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আজ সকাল ১১টায় যশোরের সাংস্কৃতিক সংগঠন সমুহ এক মানব বন্ধন করে যশোর প্রেস ক্লাবের সামনে। এই মানব বন্ধনে ইজরাইলের দানবীয় রুপ বিশ্বকে যেমন অস্থিতিশীল করছে, সাথে সাথে বিশ্বের সংখ্যাগরিষ্ট দেশের মানবাধিকার কর্মীদের ত্রান বহরে হামলা ও গ্রেফতার করে বিশ্ব মানবতারপ্রতি যে অসম্মান দেখিয়েছে তার তীব্র প্রতিবাদ জানায, অবিলম্বে যুদ্ধবিদ্ধস্ত নিরন্ন প্যালেসরটাইনীদের কাছে ঐ ত্রাণ দ্রুত পৌছে দেয়া হোক ও গ্রেফতার করা মানবাধিকার কর্মীদের মুক্তি দেয়ার দাবী জানানো হয়।মানবতার পক্ষে ও সমস্ত মানুষকে ঐক্য বদ্ধ থাকার আহবা জানানো হয়।দীপংকর দাস রতনের সঞ্চালনায় বক্তব্য রাখের হারুন অর রশীদ, এ্যাডঃ আমিনুর রহমান হিরু, এ্যাডঃ বাসুদেব বিশ্বাস,চঞ্চল সরকার, প্রগতিশীল রাজনৈতিক ব্যাক্তিত্ব জিল্লুর রহমান ভিটু ও খবির শিকদার প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.