গাছ কাটার প্রতিবাদে ডিএসসিসিতে আন্দোলনকারীরা, ফিরলেন ‘আশ্বাস’ নিয়ে

ধানমন্ডি সাতমসজিদ সড়কের সড়ক বিভাজক সংস্কারের জন্য ‘নির্বিচারে’ কয়েকশো দেশীয় প্রজাতির গাছ কেটে ফেলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর প্রতিবাদে আন্দোলন করে আসছিলেন শিশু, তরুণ, শিক্ষার্থী, শিক্ষক-চিকিৎসক, প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি পরিবেশপ্রেমী ও সংস্কৃতিকর্মী। তারই ধারাবাহিকতায় রবিবার (২১ মে) নগর ভবনের সামনে সমাবেশ করতে যান তারা। এসময় পুলিশের বাধার মুখে পড়েন তারা।
আন্দোলনকারীদের দাবি, মেয়র কিংবা সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের তাদের সামনে এসে জবাবদিহি করতে হবে। একইসঙ্গে নতুন করে গাছ কাটা বন্ধসহ নতুন করে দেশীয় প্রজাতির গাছ লাগাতে হবে।
রবিবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে গাছ কাটার প্রতিবাদে মিছিল নিয়ে নগরভবন অভিমুখী রওনা দেন আন্দোলনকারীরা। এসময় সরকারি কর্মচারী হাসপাতালের সামনে পুলিশ তাদের বাধা দিলে সেখানেই তারা অবস্থান নেন। এর পরিপেক্ষিতে প্রায় ঘণ্টাখানেক পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ আরও কয়েকজন কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের দাবি শোনেন এবং এসকল দাবি পূরণের মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে কথা বলে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এসব দাবির শোনার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, উন্নয়ন কাজে কিছু গাছ কাটা পড়েছে। নগরের যে কোনও উন্নয়ন কাজ সিটি করপোরেশনের প্রকোশলী, নগর পরিকল্পনাবিদসহ বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়। যেসব গাছ কাটা হয়েছে সেখানে নতুন করে গাছ লাগানো হবে। এছাড়া আন্দোলনকারীদের দাবিগুলো মেয়র মহোদয় নিকট নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী সময়ে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান ডিএসসিসির এই নির্বাহী কর্মকর্তা।
এদিকে কর্মসূচি পণ্ড হওয়ার পর আন্দোলনের অন্যতম সংগঠক আমিরুল রাজিব বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে চেয়েছি। কিন্তু কোনও উসকানি ছাড়াই পুলিশ আমাদের বাধা দিয়েছে। যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনে যুক্ত হয়েছেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করে আমরা গণমাধ্যমে জানাবো।
অপরাজেয় বাংলা
এল.বি টাওয়ার ২য় তলা, নওয়াপাড়া , অভয়নগর, যশোর
ফোন নং : ০১৭১০৭৮৫০৪০
ইমেইল : [email protected]
ফেসবুক : fb.com/dainikaparajeyobangla
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
নির্বাহী সম্পাদক :
মোঃ মিজানুর রহমান
মোবাইল নং : ০১৯১৫৯৪৮৪০৪
উপদেষ্ঠা সম্পাদক :
চৈতন্য কুমার পাল
মোবাইল নং : ০১৭১২৫৮৩৪৩৮