
উদ্ধার যুবক কাগমারী গ্রামের মাসুদ পারভেজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে পাশের পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেহগনি গাছের ডাল ও পাতা কাটতে যায় তরিকুল। গাছের উপরে উঠে নিচের দিকে তাকিয়ে সে ভীত-সন্তস্ত্র হয়ে পড়ে। তখন তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারে ব্যর্থ হয়। পরে তারা ৯৯৯-এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা চায়।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার প্রদীপ মন্ডল বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, স্থানীয়রা গাছের উপরের অংশে তরিকুলকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এরপর বিশেষ পদ্ধতি অবলম্বন করে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৭০ ফুট উঁচু গাছে উঠে তাকে উদ্ধার করে। সে শারীরিকভাবে স্বুস্থ রয়েছে। ছেলেটিকে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে।সূত্র,সুবর্ণভূমি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.