
বিলাল মাহিনী, স্টাফ রিপোর্টার :
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ফুলতলা (খুলনা) শাখার উদ্যোগে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ফুলতালার আলমা সমবয় সমিতির মিলনায়তনে উক্ত আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ আশরাফ আলী, প্রধান আলোচক ছিলেন কবি শাহী সবুর, বিশেষ অতিথি ছিলেন এস এম আব্দুর রহমান, উত্তম কুমার দাস। সভার মধ্যমনি ছিলেন গাঙচিলের প্রতিষ্ঠাতা কবি অধ্যক্ষ খান আকতার হোসেন। আরো উপস্থিত ছিলেন গাঙচিল ফুলতলার কবি রহিমা খানম, শহিদুল ইসলাম, এস এম আবিদ হাসান, অনুপ বিশ্বাস, আসিফ ইকবাল, জাকির হোসেন, ডেসডিমোনা, রমজান মাহমুদ অরণ্য, সোহগ হোসেন, মো. আনিস, তানভীর আহম্মদ, শামসুল আলম খোকন, সরদার লাভলু ও কবি বিলাল মাহিনী প্রমুখ। সাহিত্য সভায় পরবর্তী কমিটি গঠন ও প্রতি মাসে সাহিত্য আসর এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গাঙচিলের কার্যক্রম পরিচালনার সিদ্ধন্ত গৃহীত হয়।