Type to search

গরু আনতে গিয়ে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

জেলার সংবাদ

গরু আনতে গিয়ে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

অপরাজেয়বাংলা ডেক্স: লালমনিরহাটে আদিতমারীর ভেলাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত সুুবল চন্দ্র সাদ্দাম (৩৫) ওই ইউনিয়নের ফলিমারী গ্রামের পেল্কু চন্দ্রের ছেলে। তিনি পেশায় গরুর ডাংগোয়ালের কাজ করতেন।

স্থানীয়রা জানায়, বুুুধবার (১৪ জুলাই) ভোর রাতে বাবুরহাট সীমান্তের ৯২১ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে সুুবলসহ ৫/৬ জন গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারত থেকে গরু পারাপারের চেষ্টা করে। এসময় ভারতর কোচবিহার জেলার ৭৫ বিএসএফের কইমারী ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ঘটনাস্থলেই সুুুবলের মৃত্যু হয়। সকালে সীমান্তের শূূূন্যরেখায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বর্তমানে মরদেহটি সেখানে পড়ে আছে।

তবে এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি’র পক্ষ থেকে কেউই কথা বলতে রাজি হননি এবং ঘটনার সত্যতাও নিশ্চিত করেননি তারা।সূত্র,ডিবিসি নিউজ