অপরাজেয়বাংলা ডেক্স : হঠাৎ করেই সাতক্ষীরায় করোনা সংক্রমন উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় ৯৪ জনের করোনা পরীক্ষা শেষে ৫০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
এনিয়ে জেলায় আজ বুধবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯৮ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৪৭ জন। এদিকে, ভাইরাসটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন দুই নারী।
এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন আরো অন্ততঃ দুই শতাধিক মানুষ।
মৃত ব্যক্তিরা হলেন, কালিগঞ্জ উপজেলার কুশলিয়া গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী আমেনা খাতুন (৬৪) ও শ্যামনগর উপজেলার বিড়ালক্ষী গ্রামের ইদ্রিস সানার স্ত্রী মাকছুদা খাতুন (৪৭)।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তিনি আরো জানান, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা কমে গেছে। মাস্ক পরতে তারা চরম উদাসীন। এ কারনে দিস দিন সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে জেলাকে লকডাউন দেয়ার পরামর্শ তার।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.