Type to search

গণপরিবহন, পাবলিক প্লেস ও পরিবারে সাইবার বুলিংয়ের মাধ্যমে বেশি নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন নারীরা

চৌগাছা

গণপরিবহন, পাবলিক প্লেস ও পরিবারে সাইবার বুলিংয়ের মাধ্যমে বেশি নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন নারীরা

নড়াইল প্রতিনিধি
নড়াইলে জেন্ডার ভিত্তিক নির্যাতন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ডিসেম্বর) দুপুরে নড়াইলের চিত্রা রিসোর্ট হলরুমে সেচ্ছাসেবী সংগঠন নড়াইল ভলান্টিয়ার্সের আয়োজনে ভলান্টিয়ার্সের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল আলোচক ছিলেন ইউএনডিপি কর্মকর্তা জেন্ডার বিশেষজ্ঞ সাবিনা পারভিন।
এছাড়া বক্তব্য দেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান সাকিব, জেলা অ্যাডজুট্যান্ট বিকাশ চন্দ্র দাস, সদর থানার পরিদর্শক (অপারেশন) নাসির উদ্দিন, সামাজিক গণযোগাযোগ বিশেষজ্ঞ ফাইজুল করিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, মানবিক নড়াইল গ্রুপের পরিচালক হুমায়রা হক প্রমুখ।
বক্তারা বলেন গণপরিবহন, পাবলিক প্লেস ও পরিবারে সাইবার বুলিংয়ের মাধ্যমে বেশি নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন নারীরা। বক্তারা জেন্ডারভিত্তিক এসব সংহিসতা বন্ধের জন্য বিভিন্ন সুপারিশ করেন।
কর্মশালায় সাংবাদিক, পরিবহন শ্রমিক, এনজিওকর্মী, সাংস্কৃতিককর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সুশীল সমাজের ৫০জন প্রতিনিধি অংশ্রহণ করেন। ইউএনডিপির সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।