
চৌগাছা( যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছাতে বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সুন্দর ও সুস্থ সমাজ গড়ার লক্ষে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি যুবসমাজকে মাদকমুক্ত রাখার প্রচেষ্টায় ফুটবল বিতরণ করা হয়।
বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল বিতরণের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিতকরণের প্রচেষ্টা।
তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং তাদের সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনতে বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন এ উদ্যোগ গ্রহণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম পৌর ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক জনাব পিয়াস আহমেদ, কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং বন্ধন সংগঠনের দায়িত্বশীল সদস্য বৃন্দ।
সংগঠনের সভাপতি জনাব মোঃ রাফসান জানি বলেন কেবল এটি একটি খেলাধুলার সামগ্রী বিতরণ নয়,
এটি তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের প্রতি আগ্রহ তৈরির একটি মাধ্যম।
খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাদের বিপথে যাওয়া থেকে বিরত রাখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা পালনে উৎসাহিত করে আমাদের দিকনির্দেশনায় সংগঠনের সাধারণ সম্পাদক সনজিত দেব এর মাধ্যমে ফুটবল বিতরণের এই আয়োজন করেন,
তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে লড়তে এবং একটি সুস্থ, কর্মঠ ও আনন্দময় জীবন গড়তে অনুপ্রাণিত করবে।
আজ ৬জুলাই চৌগাছা উপজেলার তরিকুল ইসলাম পৌর ডিগ্রি কলেজ, ধূলিয়ানি ইউনিয়নের আজমতপুর, ফুলসারা ইউনিয়নের রায়নগর, পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ,পুড়াহুদা সহ কয়েকটি জায়গাতে যুবসমাজের মাঝে ফুটবল বিতরণ করা হয়।
ফুটবল বিতরণে উপস্থিত জনাব পিয়াস আহমেদ বলেন মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই, ভবিষ্যতে “বন্ধনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সনজিদ দাস জানান, সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, খেলাধুলার সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবায় নগদ অর্থ বিতরণ সহ নানা কর্মসূচী পালন করে আসছে।