খুলনা সিটি মেয়র খালেক অসুস্থ

এদিকে, অসুস্থতার কারণে সিটি মেয়রের প্রোস্টেড গ্লান্ড অপারেশন করাতে হবে বলে ইউরোলজি বিশেষজ্ঞ ডাঃ নাজমুল হক জানিয়েছেন। সিটি মেয়র হাসপাতাল থেকে বিকালে বাড়িতে ফিরেছেন। বাসায় থেকেই তিনি চিকিৎসা গ্রহণ করছেন। নিজের সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও নগরবাসীসহ আত্মীয় স্বজন এবং শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
অপরদিকে, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের অসুস্থতার সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা হাসপাতালে যান। তিনি সেখানে তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন।সূত্র,বিডি প্রতিদিন