
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
খুলনা, রুপসা এলাকার সাব্বির হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে র্যাব-৬ ও র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল।
১৬ জুলাই ২০২৫ ভোরে র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এবং র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারে পলাতক আসামি সোহাগ হাওলাদার (৪৭)কে গ্রেফতার করে।
উক্ত এজাহারভূক্ত আসামীর বাড়ি খুলনা রূপসা থানাধীন র রাজাপুর গ্রামের মৃত আঃ রশিদ হাওলাদারের পুত্র।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম সাব্বির (৩২) ভাংগাড়ির ব্যবসা করতেন। গ্রেফতারকৃত আসামি ও অন্যান্য আসামিরা ভিকটিমের পূর্ব পরিচিত এবং ভিকটিমের সাথে এজাহারে বর্ণিত আসামিদের দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ২৬ জুন ২০২৫ তারিখ রাত অনুমান ০৯:৪৫ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামিসহ অন্যান্য আসামিরা খুলনা জেলার রুপসা থানাধীন রাজাপুর এলাকায় ভিকটিমকে ডেকে নিয়ে গ্রেফতারকৃত ১নং আসামির হুকুমে এজাহারে বর্ণিত অন্যান্য আসামিরা ভিকটিমকে এলোপাথারি ভাবে গুলি করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে খুলনা জেলার রুপসা থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র্যাব-৬, স্পেশাল কোম্পানি ছায়া তদন্ত অব্যাহত রাখে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।