Type to search

খুলনা- যশোর লাইনে রেল চলছে ঝুঁকি নিয়ে

অন্যান্য

খুলনা- যশোর লাইনে রেল চলছে ঝুঁকি নিয়ে

স্টাফ রিপোর্টার
খুলনা- যশোর লাইনের নওয়াপাড়া,ভাঙ্গাগেট সহ বিভিন্ন স্থানে প্যান্ডল ক্লিপ না থাকায় রেলগড়ি ঝুঁকি নিয়ে চলছে। প্রতিদিন এ লাইন দিয়ে খুলনা-কোলকাতা, ঢাকা, রাজশাহী, সৈয়দপুরগামী আন্তনগর ও লোকাল ট্রেন যাতায়ত করে। নওয়াপাড়া ষ্টেশনের অদূরে ভাঙ্গাগেট আলীপুর অংশের রেলপথের ¯িøপার অটকানোর প্যান্ডল ক্লিপ না থাকায় এখানে ট্রেন চলাচল বুঁকির্পূণ হয়ে পড়েছে। এছাড়া আশ পাশে আরো কয়েক স্থানে প্যান্ডেল ক্লিপার নেই বলে অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার সরেজমিনে দেখা যায়, নওয়াপাড়া রেল ষ্টেশন থেকে যশোর অভিমুখে ভাঙ্গাগেট আলীপুর অংশের একাধিক ¯িøপারের প্যান্ডল ক্লিপ নেই। যে কোনো সময় দ্রæতগামী রেল গাড়ি লাইনচুত হতে পারে । এতে বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে।
রেলের প্রয়োজনীয় কি মেন, ওয়ে মেন ও গ্যাং (যারা তদারকি করে তাদের পদবী) থাকার পরও রেল লাইনের বর্তমান পরিস্থিতি খুবই নাজুক।
নওয়াপাড়া রেল ষ্টেশন মিস্ত্রি আলমগীর হোসেন বলেন, আমার কাছে মালামাল না থাকার জন্য কাজ করতে পারছি না। এবিষয়ে আমার উধ্বর্তন কর্মকর্তাকে জানানো আছে।
এ বিষয়ে রেলের ইঞ্জিনিয়ার মো.মাহাবুবুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, রেলগাড়ি চলাচলের ফলে অনেক সময় ঢিলা হয়ে প্যান্ডল খুলে যায়, অনেক ¯িøপার পুরাতন হয়ে গেছে সেগুলোতে প্যান্ডল লাগানোর কোন যায়গা নেই। আমাকে ১৬টি গ্যাং দেখতে হয় কোথাও এধরনে সমস্যা হয়ে থাকতেও পারে এছাড়াও মালামাল সংকট রয়েছে। দুই একটা ¯িøপারে না থাকলে দূর্ঘটনা হওয়ার আশংকা নেই। একই স্থানে একাধিক ¯িøপারে প্যান্ডল না থাকার বিষয়ে তিনি বলেন, আমি লোক পাঠিয়ে স্থানটি দেখছি।