Type to search

খুলনা বিভাগীয় কমিশনারের ঢাকা-যশোর লাইনে নির্মাণাধীন রেল জংশন পরিদর্শণ

অভয়নগর

খুলনা বিভাগীয় কমিশনারের ঢাকা-যশোর লাইনে নির্মাণাধীন রেল জংশন পরিদর্শণ

অভয়নগর প্রতিনিধি
ঢাকা- যশোর রেল লইনের যশোরে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যায় নির্মানাধীন জামদিয়া রেল জংশন পরিদর্শনে আসেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার (৪ মে) বেলা ১১ টায় তিনি এ পরিদর্শণে আসেন। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খাঁন, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি প্রমুখ। বিভাগীয় কমিশনারকে স্বাগত জানান জাতীয় সংসদ নির্বাচনে বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশি সাবেক অতিরিক্ত সচিব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তেষ কুমার অধিকারী। বাঘারপাড়া উপজেলার নির্বাচিত ভাইস-চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, দোহাকুলা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, ধলগা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রবি সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।