Type to search

খুলনা বটিয়াঘাটায় মাদক সম্রাট জামাল আটক

খুলনা

খুলনা বটিয়াঘাটায় মাদক সম্রাট জামাল আটক

নিজস্ব প্রতিনিধি:
খুলনা বটিয়াঘাটা থানার লক্ষীখোলা গ্রামের রিফাত পিতা আজম বিল্লাহ এর চায়ের দোকানের উত্তর পাশে পাকা রাস্তার উপর ২৮/৫/২১ তাং রাত্র ১০: ৩০ ঘটিকার দিকে গাজা ক্রয় বিক্রয় কালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ বটিয়াঘাটা থানা মহোদ্বয়ের নির্দেশে ভান্ডারকোর্ট পুলিশ ক্যাম্প ইনচার্জ  সহঃ পুলিশ পরিদর্শক প্রভাষ চন্দ্র সাহা সহঃ উপ পুলিশ পরিদর্শক মোঃ গোলাম রসুল ও সংগীয় কং/শরিফুল কং/আল-আমীন কং/ইসাহাক কং/আঃ সালাম অভিযান চালিয়ে  ৫০ গ্রাম গাজা সহ আটক করেন একই গ্রামের হাকিম শেখের পুত্র জামাল (২৬) কে। উক্ত অভিযানে উদ্ধারকারী কর্মকর্তা জানান জামাল দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে গাজা ক্রয়বিক্রয় করে আসছিল তার নামে একাধিক মাদক মামলা রয়েছে,মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে কাজ করে চলেছি। তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পরবর্তী আজ ২৯/৫/২৩ তাং জেল হাজতে প্রেরন করা হয়েছে।