অপরাজেয়বাংলা ডেক্স: খুলনা করোনাভাইরাস ডেডিকেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।
রোববার (২০ জুন) সকালে খুলনা করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শনিবার (১৯ জুন) ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ২২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর।
করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ১৩০ শয্যার করোনা হাসপাতালের রেড জোনে (আক্রান্তদের চিকিৎসা দেয়া হয়) ৬ জনের এবং ইয়ালো জোনে (উপসর্গ নিয়ে ভর্তি) একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে আইসিইউতে রয়েছে ১৮ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। বর্তমানে হাসপাতালে ১৫৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, শনিবার (১৯ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ১৬৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর ল্যাবে ৬১৯ জনের নমুনা পরীক্ষায় ১৬৫ জনের রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনার ১৪২ জন, বাগেরহাটের ১১ জন, যশোরের ৬ জন, সাতক্ষীরায় ৩ জন, নড়াইল, গোপালগঞ্জে এবং মেহেরপুরে একজন করে শনাক্ত হয়েছেন।সূত্র,জাগোনিউজ২৪.কম
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.