খুলনা মহানগরীর হাফিজ নগর এলাকায় চার প্রতিষ্ঠান কে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (৯ মার্চ) অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি জানিয়েছেন, নগরীর হাফিজ নগর এলাকার নিউ সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ২ হাজার টাকা, স্টপ এন্ড শপকে এক হাজার টাকা, বিসমিল্লাহ্ স্টোরকে ৫ হাজার টাকা এবং বাবুল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোড়কজাত খাবার/কসমেটিকসের মেয়াদ, মূল্য উল্লেখ না থাকা, মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাবার বিক্রি করার অপরাধে এ জরিমানা করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান চলবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.