স্টাফ রিপোর্টারঃ খুলনায় ২৭/০৯/২০২০ খ্রিঃ ১৪:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ৩ এপিবিএন, খুলনা এর অপস্ এন্ড ইন্টেলিজেন্স টীমের সদস্যগণ সহকারী পুলিশ সুপার জনাব গোপীনাথ কান্জিলাল এর নেতৃত্বে খুলনা জেলার রূপসা থানাধীন পশ্চিম নন্দনপুরস্থ মোঃ শাহজাহান ব্যাপারী এর ভাড়া দেওয়া টিন সেড বসত ঘরের সামনে ফাঁকা জায়গা হতে ধৃত আসামী আছিয়া বেগম(৬০), স্বামী-মৃত জয়নাল শেখ, সাং-পশ্চিম নন্দনপুর (মোঃ শাহজাহান ব্যাপারী এর ভাড়াটিয়া), থানা-রূপসা, জেলা-খুলনা এর ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের মধ্যে স্বচ্ছ পলিথিনে রক্ষিত অবস্থায় ৩৮০(তিনশত আশি) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ও আসামীকে খুলনা জেলার রূপসা থানায় জমা প্রদান করতঃ ধৃত আসামীর বিরুদ্ধে রূপসা থানার মামলা নং-১৯/২০, তারিখ-২৭/০৯/২০২০ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৯(ক) রুজু করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.