খুলনায় স্বপ্নময় সাহা নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে শহরের মিস্ত্রিপাড়া মিস্ত্রিপাড়া প্রফেসর রোকন উদ্দিন সড়কের একটি বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
স্বপ্নময় সাহা সুন্দরবন আদর্শ কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। খুলনা শহরের প্রফেসর রোকন উদ্দিন সড়কের সৈয়দ মোফাজ্জল হোসেনের ভাড়াটিয়া সত্যজিৎ সাহার ছেলে তিনি। স্বজনদের দাবি, পরীক্ষায় খারাপ ফলাফল করায় মা-বাবা বকাঝকা করেন। এতে অভিমানে তিনি আত্মহত্যা করেছেন।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বোধন চন্দ্র বিশ্বাস জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ মেঝেতে নামানো দেখা যায়। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.