খুলনায় খাদিজা খাতুন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হাফিজনগর ইউসেফ টেকনিক্যাল স্কুল গলির মাহি শেখের বাড়ির ভাড়াটিয়া আসলাম ঢালীর মেয়ে। খাদিজা খুলনা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
বোরবার নগরীর সোনাডাঙ্গা হাফিজনগর এলাকায় নিজ বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সকাল ৯টার দিকে বাসায় কেউ না থাকায় সে ঘরের চালের বাতার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সোনাডাঙ্গা থানার এসআই ফরহাদ হোসেন বলেন, সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ জেনে এখানে আসি। লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, খাদিজা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.