অপরাজেয়বাংলা ডেক্স: খুলনায় করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় খুলনার দুই হাসপাতালে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে একজন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুইজন মারা যান।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় রূপসার নাসিমা (৩৫) নামে একজন মারা গেছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৩১ জন। যার মধ্যে রেড জোনে ৫৯ জন, ইয়ালো জোনে ৩৯ জন, আইসিইউতে ২০ জন রয়েছেন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যার করোনা ইউনিটে ৩২ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে বাগেরহাটের মোংলার আতাউর রহমান (৭৫) এবং ঝিনাইদহের হরিণাকুন্ডু পাইরা বাজারের ফজলুর রহমান (৬৫) নামে একজন মারা যান।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে খুলনার ১১০ জন, যশোরের সাতজন, বাগেরহাটের পাঁচজন, নড়াইলের দুইজন এবং ঝিনাইদহ ও গোপালগঞ্জের একজনের করে রয়েছেন।সূত্র,জাগোনিউজ২৪.কম
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.