মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে জেলার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইজিবাইকচালক মো. জান্নাত হোসেনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, হুমাইয়া মাবিয়াকে কালিয়া থেকে সেনেরবাজারগামী ইজিবাইক ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় মামলার মামলার প্রস্তুতি চলছে। সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম