খুলনায় ইজিবাইক কেড়ে নিলো শিশুর প্রাণ

অপরাজেয় বাংলা ডেক্স : খুলনায় ইজিবাইক কেড়ে নিলো হুমাইয়া মাবিয়া (১০) নামের এক স্কুলছাত্রীর প্রাণ।
স্থানীয়রা জানান, হুমাইয়া মাবিয়াকে কালিয়া থেকে সেনেরবাজারগামী ইজিবাইক ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় মামলার মামলার প্রস্তুতি চলছে। সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম