খুলনার ৩ হাসপাতালে করোনায় ৫ জনের মৃত্যু

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ও খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি।
এর আগে রোববার খুলনার হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন-খুলনার বটিয়াঘাটার বদরুল রশিদ (৫৯), নগরীর সদর থানাধীন এলাকার আব্দুল জব্বার (৮২) ও খালিশপুরের শাহাদাৎ হোসেন (৬৩)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালের করোনা ইউনিটে বাগেরহাট মংলার স্বপন মন্ডল (৬৫) নামে এক রোগী মারা গেছেন।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নগরীর মুজগুন্নী এলাকার রুবিনা বেগম (৭২) নামে এক রোগী মারা গেছেন।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।
সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম