খুমেক হাসপাতালের পরিচালককে বদলি

একই আদেশে খুমেক হাসপাতালের সাবেক পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদকে পুরানো কর্মস্থল খুমেক হাসপাতালে বদলি করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) ডা. মঞ্জুর মোর্শেদ খুমেক হাসপাতালে যোগ দেন। এসময় হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারিরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানায়।
এর আগে ২০২০ সালের ৩১ মার্চ তাকে পাবনা মানসিক হাসপাতালে বদলি করা হয়।
এদিকে, আবু নাসের হাসপাতালের পরিচালক ডা. বিধান চন্দ্র গোস্বামী গত ২৬ নভেম্বর চাকরি থেকে অবসর নিয়েছেন।
সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম