প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৭:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২০, ৯:১৬ পি.এম
খানজাহান আলী থানা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ মোঃরায়হান হোসেন ঃ গত ৭ই মে ১৩ রমজানে খানজাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের খুলনা উত্তর শাখা সভাপতি আলহাজ্ব শেখ আনসার আলীর মৃত্যু জনিত কারণে তার রুহের মাগফেরাত ও স্মরণ সভা ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক কার্যক্রমের লক্ষ্যে আজ সকাল ১১টার সময় খানজাহান আলী থানা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোশারফ হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে শুরুতেই সভাপতির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার সাংবাদিক মিয়া বদরুল আলম সভায়, সমস্ত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রেসক্লাবের প্রায়াত সভাপতি শেখ আনসার আলীর স্বরণে, স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা, যেহেতু প্রেসক্লাবের নির্বাচনের মেয়াদ আরও ১৮ মাস বাকি সে কারণে নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচন করা। আগ্রহী ক্লাবের সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন, তাদেরকে প্রাথমিক সদস্য হিসেবে তালিকাভুক্ত করা এবং অফিস ঘরের অসমাপ্ত কাজ দ্রুত সংস্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক জিয়াউল ইসলাম, কিশোরকুমার দে, মোড়ল মুজিবুর, বেগ হাফিজুর রহমান, মোড়ল মনিরুল ইসলাম, আতিয়ার রহমান বাবু, শেখ হাফিজুর রহমান, নাঈমুর রহমান, অনিমেষ মন্ডল প্রমুখ ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.