প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৩, ৭:১৯ পি.এম
ক্ষুব্ধ হয়ে অভয়নগরের আন্ধার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৭ সদস্যের পদত্যাগ

নওয়াপাড়া প্রতিনিধিঃ
নিয়োগ বাণিজ্য নিয়ে যশোর জেলার অভয়নগর উপজেলার আন্ধা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. প্রদীপ দে’র উপর ক্ষুব্ধ হয়ে কমিটির সাত জন সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আজ মঙ্গলবার (১১ জুলাই) সকালে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বরাবর কমিটির সদস্যগণ এ পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্র জমাদানকারীরা হলেন, দাতা সদস্য নকুল চন্দ্র রায়, অভিভাবক সদস্য অনুপম রায়, শহিদুল ইসলাম, হিমাংশু বিশ্বাস, মহিলা সদস্য কবিতা রায়, শিক্ষক প্রতিনিধি চিত্তরঞ্জন হালদার ও চন্দন বিশ্বাস।
এ ব্যাপারে অভিভাবক সদস্য অনুপম রায় জানান, ম্যানেজিং কমিটির সভাপতি ড. প্রদীপ দে তাদের মতামত না নিয়ে স্কুল সংস্কারের কথা বলে মোটা অংকের টাকার বিনিময়ে চতুর্থ শ্রেণির ৩ কর্মচারীকে নিয়োগ দিয়েছেন। যে নিয়োগের বিষয়ে তারা কিছুই জানেন না। আর টাকা নিলেও সেই টাকা তিনি স্কুলের তহবিলে জমা দেননি। যে কারণে সভাপতির উপর ক্ষুব্ধ হয়ে তারা পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হয়েছেন।
এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি ড. প্রদীপ দে মুঠোফোনে জানান, প্রায় ৬ মাস পূর্বে ম্যানেজিং কমিটির মতামতের ভিত্তিতে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ দেওয়ার পর তাদের কাছ থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা স্কুলের ভবন সংস্কারের জন্য নেওয়া হয়েছে। পদত্যাগপত্র জমাদানকারীদের মধ্যে দাতা সদস্য নকুল চন্দ্র রায়, অভিভাবক সদস্য অনুপম রায়, হিমাংশু বিশ্বাস ও শিক্ষক প্রতিনিধি চিত্তরঞ্জন হালদার তাদের মনোনিত প্রার্থীকে নিয়োগ না দেওয়ায় এ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা মিথ্যা নিয়ে খেলছে, আশাকরি সত্যের জয় হবে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, জেলা থেকে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছে। সরেজমিনে আগামীকাল ১২ জুলাই বুধবার সকাল ১০ টার স্কুলে গিয়ে তদন্ত করা হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.