Type to search

ক্ষমতায় থাকার দেনদরবার করতেই ভারতে প্রধানমন্ত্রী: রিজভী

রাজনীতি

ক্ষমতায় থাকার দেনদরবার করতেই ভারতে প্রধানমন্ত্রী: রিজভী

ক্ষমতায় টিকে থাকার দেনদরবার করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গেছেন বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে এ সময়ে ভারতে গিয়ে ন্যায্য হিস্যা আদায় করতে ব্যর্থ হয়েছেন। তিনি তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেননি, সীমান্ত হত্যা বন্ধ করতে পারেননি।’

তিনি মনে করিয়ে দেন, বরং পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছিলেন তা-ই সঠিক। প্রধানমন্ত্রী ক্ষমতায় টিকে থাকতে দেনদরবার করতে ভারত গেছেন।

এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার ও সদস্য সচিব নাসিমা আক্তার কেয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে ইবনে সিনা হাসপাতালে ভর্তি নলছিটি যুবদলের নেতা মনির হোসেনকে দেখতে যান রুহুল কবির রিজভী। ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *