শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী বৃক্ষের চারা রোপণ কেন্দ্রীর কর্মসূচি হিসেবে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের। চৌগাছা এরিয়ার গ্রামীণ ব্যাংকের ৯টি শাখার অফিসের সদস্যদের মাঝে বিভিন্ন জাতের বনজ, ফলজ, ঔষধী চারা বিতরণ করা হয়েছে, উপজেলর গ্রামীণ ব্যাংকের ৯টি শাখার বিভিন্ন জাতের বৃক্ষের চারা ৮১হাজার২০০শত৪৯টি বিতারণ করাহয়েছে।" গাছে ভোরবো দেশ" আসবে দেশ সবুজ ছায়া পরিবেশ " এই স্লোগান সামনে রেখে মঙ্গলবার (২০শে জুন) সকাল ১০ টার সমায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের ৯ টি শাখা সহ চৌগাছা শাখার সদস্যদের মাঝে ইছাপুর দেওয়ান পাড়ার ও চাঁদপুর বটতালা বিভিন্ন জাতের বনজ,ফলজ,ঔষাধি গাছের চারা বিতারণ শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের চৌগাছাএরিয়া ম্যানেজার তারিক হোসেন,এসময় উপস্থিত ছিলেন চৌগাছা শাখা ব্যবস্থাপক এবাদৎ হোসেন,সহযোগী শাখা ব্যবস্থাপক শ্যামল কুমার দাস।দেশব্যাপী গ্রামীণ ব্যাংকের ২০ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি আওতায় চৌগাছা এরিয়ার অক্টোবর মাস পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৯ শাাখার ৫ লক্ষ ১৩ হাজার চারা রোপণ করা হবে। চৌগাছা উপজেলা গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসির ৯টি শাখা চৌগাছা গ্রামীণ ব্যাংক, সলুয়া শাখা গ্রামীণ ব্যাংক, পাশাপোল শাখা গ্রামীণ ব্যাংক, নারায়নপুর শাখা গ্রামীণ ব্যাংক, ধুলিয়ানী শাখা গ্রামীণ ব্যাংক, হাকিমপুর শাখা গ্রামীণ ব্যাংক, পুড়পাড়া শাখা গ্রামীণ ব্যাংক, হৈবৈতপুর শাখা গ্রামীণ ব্যাংক, যাদবপুর শাখা গ্রামীণ ব্যাংক সদস্যদের মাঝে বনোজ,ফলজ, ঔষধী চারা বিতরণকরা হয়। পাশা পাশি গ্রামীণ ব্যাংকের সদস্যদের অতিথি বিন্দু বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য খালি জায়গায় বেশি বেশি চারা রোপণ করতে হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.