অপরাজেয় বাংলা ডেক্স : সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে বন্ধের সময়সীমা আরও বাড়ানো হতে পারে জানিয়েছে কর্তৃপক্ষ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক আবারও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (৩ এপ্রিল) থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত দুই সপ্তাহ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন পার্কটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান।
তবিবুর রহমান বলেন, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পার্কের কর্মকর্তা-কর্মচারী, বন্যপ্রাণী, পার্কে আসা দর্শনার্থী ও কোভিড-১৯ নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে বন্ধের সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে গত বছরের ২০ মার্চ থেকে দর্শনাথীদের জন্য পার্কটি বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। পরিস্থিতি কিছুটা উন্নতি হলে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় ১ নবেম্বর থেকে পার্ক খুলে দেয়া হয়েছিল।সূত্র, ঢাকা ট্রিবিউন
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.