
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)থেকে
যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের প্রতিষেধক রেবিক্স ভ্যাকসিন প্রদান করা হয়েছে। ফলে এখন থেকে হনুমান, কুকুর ও বিড়ালে কামড় দিলে বিনামূল্যে হাসপাতাল থেকে ভ্যাকসিন দেয়া যাবে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ৩০০ পিচ অ্যান্টি রেবিক্স ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীরের নিকট হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, গত নভেম্বর মাস থেকে হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি রেবিক্স ভ্যাকসিন ছিলো না। যে কারণে বিভিন্ন প্রাণির কামড়ে আক্রান্তরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের বাইরে থেকে অ্যান্টি রেবিক্স ভ্যাকসিন কিনতে হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি রেবাক্স ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হবে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, হাসপাতালে অ্যান্টি রেবিক্স ভ্যাকসিন না থাকার বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে ৩০০ পিচ অ্যান্টি রেবিক্ম ভ্যাকসিন দেওয়া হয়েছে। যা ৪০০ জনকে দেওয়া যাবে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে ৫ হাজার মাস্ক প্রদান করা হয়।