প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২০, ৬:৫৩ পি.এম
কেশবপুর শহরে একই রাতে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর পৌর শহরের থানা ভবনের ১শ গজের মধ্যে ৬টি সহ ৭ ব্যবসা প্রতিষ্ঠানে শনিবার রাতে চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
পৌর শহরের মধু সড়কের মৌসুমি মেডিকেল থেকে ৩হাজার, নিউ মামা-ভাগ্নে বস্ত্রলয় থেকে ২৫শ, রহমান বন্ত্র বিতান থেকে ৩হাজার, কলাম মুদি দোকান থেকে ৭হাজার ৮শ, আলম টেইর্লাস থেকে সোনার আংটি, নাক ফুল, ৫ ভরি রুপার অলংকার এবং থানার গেট সংলগ্ন আমেনা মেডিসিন থেকে ২৯ হাজার ২শ টাকা এবং হাসপাতাল সড়কের লুৎফর ইলেকট্রিক থেকে হাজার টাকা নিয়ে গেছে। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের দরজার সাটার কেটে এবং টিনের চাল কেটে দোকানে ডুকে চুরি সংগঠিত হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।
এ বিষয়ে কেশবপুর থানা এস আই শেখ রইচ উদ্দিন বলেন, এ চুরির ঘটনায় তদন্তপূর্বক আইনি প্রক্রিয়া গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.