জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে
যশোরের কেশবপুর মাছ বাজার সংলগ্ন মাছ ব্যবসায়ী মাহাবুর রহমানের বাড়ির নিচ তলায় এক ইউনিটে ককসেট ও প্লাস্টিকের ক্যারেটের গোডাউনে মাছ শ্রমিকরা কাজ করাকালিন আগুন লেগেছে।বৃহস্পতিবার রাতে আগুন দেখে শ্রমিক ও স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন সংবাদ দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় বিল্ডিং এর দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা ভাড়াটিয়া অবস্থান করা ফজলুল শেখের ছেলে সবুজ শেখ (৪২), সুমন শেখের স্ত্রী ঝুমুর বেগম (৩৮), সবুজ শেখের কন্যা তাসনিয়া (০৯), তাসফিয়া (২ বছর ৬ মাস) রবিউল শেখ (২০), রমজান শেখ (১৩) অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাডা থানার বান্দা বাড়ি থানায়। এছাড়া অপর আহত আব্বাস উদ্দিন (৩৯) হলো চারনজিম থানায় মৃত আব্দুল খালেকের পুত্র।
আহতদের হাত, মুখসহ বিভিন্ন স্থানে পুড়ে সামান্য আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার পূর্বক কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করছে সিগারেটের ফেলে দেয়া আগুন হতে আগুন লাগার সূত্রপাত ঘটতে পারে। আগুন লেগে উক্ত গোডাউনে থাকা ককসেট ও প্লাস্টিকের ক্যারেট পুড়ে অনুমান ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.