Type to search

কেশবপুর বিএনপির নেতা নির্বাচন আজাদ সভাপতি রাজ্জাক সাধারণ সম্পাদক

অন্যান্য

কেশবপুর বিএনপির নেতা নির্বাচন আজাদ সভাপতি রাজ্জাক সাধারণ সম্পাদক

  • কেশবপুর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত। আবুল হোসেন আজাদ সভাপতি ও অধ্যাপক রাজ্জাক সাধারণ সম্পাদক নির্বাচিত
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) থেকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) যশোরের কেশবপুর উপজেলা বিএনপির কাউন্সিল গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। আবুল হোসেন আজাদ বিনা প্রতিদন্ধীতায় সভাপতি ও কাউন্সিলারদের গোপন ভোটে অধ্যাপক আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর কবির বিশ্বাস ও হুমায়ুন কবির সুমন বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
  গত শনিবার সকালে কেশবপুর আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিলে কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অধ্যাপক আব্দুর রাজ্জাক ও মাসুদুজ্জামান প্রতিদ্বন্দ্বীতা করেন। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পযর্ন্ত ৭৮১ জন কাউন্সিলরের মধ্যে ৭৪২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে অধ্যাপক আব্দুর রাজ্জাক ৬৫৯ ভোট পেয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদন্ধী মাসুদ উজ্জামান পেয়েছেন ৮৫ ভোট।
  এ কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু, নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন জেলা বিএনপির নেতা দেলোয়ার হোসেন খোকন, হাজী আনিসুর রহমান মুকুল ও মনির আহমেদ সিদ্দিকী। এসময়ে আরো উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, সাবেক ইউপি চেয়ারম্যান কে এম খলিলুর রহমান, মাষ্টার মকবুল হোসেন মুকুল, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ প্রমুখ। ##
জাহিদ আবেদীন বাবু
কেশবপুর (যশোর)প্রতিনিধি