কেশবপুর বার্ষিক উন্নয়ন কর্মসূচি আওতায় বাইসাইকেল, সেলাই মেশিনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)থেকে।
যশোরের কেশবপুর উপজেলায়
বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় বাইসাইকেল, সিলিং ফ্যান, সেলাই মেশিন স্বাস্থ্য সামগ্রী, কাঠের বেঞ্চ, ফুটবল, ভলিবল, খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ঐসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু প্রমুখ।