জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে। যশোরের কেশবপুর প্রেসক্লাবে নতুন ১৭ জন সাংবাদিককে সদস্য পদ প্রদান করা হয়েছে। দু’দফায় তাদের আবেদনের ভিত্তিতে নির্বাহী কমিটির সিদ্ধ্যান্ত মোতাবেক সদস্য পদ দেয়া হয়। প্রথম দফায় ৫ জন এবং দ্বিতীয় দফায় ১২ জনকে সদস্য করা হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন বলেন, গত ১ মার্চ কার্যনির্বাহী কমিটির সভায় আব্দুল্লাহ আল ফুয়াদ (গ্রামের কাগজ), তাইফুর রহমান (দৈনিক যশোর), আয়ুব খান (দৈনিক দৃষ্টিপাত), আব্দুল করিম (দৈনিক তৃতীয়মাত্রা), সোহেল পারভেজ (দৈনিক নওয়াপাড়া) এবং ১২ জুন শুক্রবার কার্যনির্বাহী কমিটির সভায় দ্বিতীয় দফায় রমেশ চন্দ্র দত্ত (দৈনিক দেশ সংযোগ), কামরুজ্জামান রাজু (দৈনিক আলোকিত সকাল), মিলন কুমার দে (দৈনিক স্পন্দন), পরেশ চন্দ্র দেবনাথ (দৈনিক গ্রামের কাগজ ), শহিদুল ইসলাম (দৈনিক দেশের কন্ঠ), উদয় শংকর সিংহ (দৈনিক যশোর), মেহেদী হাসান জাহিদ (দৈনিক সময়ের খবর), সুশান্ত কুমার মল্লিক (দৈনিক বাংলার দূত), আলমগীর হোসেন (দৈনিক খুলনাঞ্চল), মাহবুবুর রহমান (দৈনিক দিনকাল), অলিয়ার রহমান (দৈনিক প্রতিবাদী কন্ঠ), আব্দুল্লাহ আল মামুন (দৈনিক আলোকিত সকাল)কে নতুন সদস্য পদ প্রদান করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান বলেন, কেশবপুরে কর্মরত বিভিন্ন পত্রিকার ১৭ জন সাংবাদিককে কেশবপুর প্রেসক্লাবে সদস্য পদ প্রদান করা হয়েছে। সকল সাংবাদিককে কেশবপুর প্রেসক্লাবে একত্রিত করার জন্য আগামীতে নতুন সদস্য পদ প্রদান অব্যহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.