কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে আশরাফ উজ জামান খান সভাপতি ও জয়দেব চক্রবর্তী সম্পাদক নির্বাচিত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর
যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে আশরাফ উজ জামান খান সভাপতি ও জয়দেব চক্রবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার সকাল ৯ টা হতে ১ টা পযর্ন্ত শান্তি পূর্ণ ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ৫৮ জন ভোটারের মধ্যে ৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি পদে বর্তমান সভাপতি আশরাফ উজ জামান খান ৩৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকিটতম প্রতিদন্ধী প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়দেব চক্রবর্তী ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী ওয়াজেদ আলী খাঁন ডবলু পেয়েছে ১৯ ভোট।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল হাই সিদ্দিকী, মোতাহার হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক উৎপল দে, আব্দুল্লাহ আল ফুয়াদ। কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক শেখ শাহিনুর ইসলাম, গ্রহন্তগার সম্পাদক মতিয়ার রহমান। নির্বাহী সদস্য পদে মেহেদী হাসান জাহিদ, শাহিনুর রহমান, মোল্লা আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক ও আব্দুল করিম নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আব্দুস সালাম। নির্বাচন চলাকালে কেশবপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগের কর্মকর্তাগণ পরিদর্শন করেন।