জাহিদ আবেদীন বাবু
কেশবপুর (যশোর) থেকে
যশোরের কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সাখাওয়াত সরদারের প্রতিবন্ধী ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৫) এর একটি মোটর ভ্যান চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজের পূর্বে উপজেলা পরিষদ চত্বর (উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে সামনে) থেকে ঐ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসির মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, জন্ম থেকেই প্রতিবন্ধী রবিউল কঠোর পরিশ্রম করে ভ্যান চালিয়ে সংসার চালিয়ে আসছেন। কখনোই ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাননি তিনি। কিন্তু শুক্রবার জুম্মার নামাজের আগে উপজেলা চত্বরে থেকে তার একমাত্র ভ্যানগাড়িটি চোরেরা তালা ভেঙে চুরি করে নিয়ে যায়।
অসহায় রবিউল ইসলামের ভাষায়, তিনি নামাজের আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভ্যান রেখে পাশের ওয়াশরুমে যান। কয়েক মিনিট পর ফিরে এসে দেখেন, তার ভ্যানটি উধাও। এরপর আশপাশ খুঁজেও আর ভ্যান পাওয়া যায়নি।
প্রতিবন্ধী রবিউল ভালো ভাবে কথা বলতে পারেন না। তারপরও ভ্যান চালিয়ে ৫ সদস্যেরল সংসারেের ভরনপোষণ চালিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি একটি এনজিও কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে কষ্ট করে এই ভ্যানটি কিনেছিলেন। কিন্তু ভ্যান হারিয়ে চরম হতাশ হয়ে উপজেলা চত্বরে গড়াগড়ি করে কান্না করে। আর বলছে, আমি কিস্তির টাকা কি ভাবে দিবো আল্লাহ।
স্থানীয়রা জানান, সম্প্রতি কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক ভ্যান চুরি হচ্ছে। কোথাও কোথাও ছিনতাইকারীরা হত্যার মতো ঘটনাও ঘটাচ্ছে। অথচ এসব ঘটনায় প্রশাসনের কোনো কার্যকর তেমন কোন পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
মঙ্গলকোট গ্রামের সমাজকর্মীরা বলছেন, রবিউলের মতো প্রতিবন্ধী হয়েও ভিক্ষা না করে নিজে পরিশ্রম করে সংসার চালাচ্ছেন এটি সমাজের জন্য দৃষ্টান্ত। অথচ তার একমাত্র জীবিকার মাধ্যম ভ্যানগাড়ি চুরি হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় তারা দ্রুত চোরদের গ্রেপ্তার ও চুরি যাওয়া ভ্যান উদ্ধারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জানান, রবিউলের ভ্যান চুরির বিষয়টা খুবই দুঃখজনক। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কারো কাছে হাত না পেতে নিজে উপার্জন করে জীবিকা নির্বাহ করে। চোরকে ধরার বিষয়ে ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে। তিনি আন্তরিকতার সাথে বিষয়টি দেখবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রবিউলকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.