Type to search

কেশবপুর পৌরসভার উদ্যোগে দোকানদারদের মাঝে ২৭৫০ ডাস্টবিন বিতরণ

কেশবপুর

কেশবপুর পৌরসভার উদ্যোগে দোকানদারদের মাঝে ২৭৫০ ডাস্টবিন বিতরণ

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুরে পৌরসভার উদ্যোগে হোটেল, সেলুন ও চায়ের দোকানদারদের প্যাডেল ডাস্টবিন প্রদান করা হয়েছে। শনিবার সকালে পৌর শহরের পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষার জন্য ওই ডাস্টবিন বিতরণ করা হয়।
      কেশবপুর পৌরসভা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আই ইউ জি আই পি প্রকল্পের আওয়াতায় ২০ লিটারের ২ হাজার ৪০০ ও ১২০ লিটারের ৩৫০ পিচ ডাস্টবিন দোকানদারদের মাঝে বিতরণ করা হয়। দোকানদাররা এ ডাস্টবিনে পচনশীল বর্জ্য রেখে সহজেই পরিবেশ দূষণ মুক্ত রাখতে পারবে। পৌর মেয়র রফিকুল ইসলাম পৌরসভা থেকে হোটেল, সেলুন ও চায়ের দোকানদারদের মাঝে ওই ডাস্টবিন বিতরণ করেন। এ সময় পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র খাদিজা খাতুন, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু ও পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডাস্টবিন পেয়ে পৌর শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকার সেলুন দোকানদার রবিন বিশ্বাস ও ভূমি অফিসের সামনের হোটেল মালিক ইমন হোসেন বলেন, এখন থেকে এ ডাস্টবিন ব্যবহারের মাধ্যমে দোকান পরিস্কার পরিচ্ছন্নতা ভালো রাখা সম্ভব হবে।
এ ব্যাপারে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে শহরের সব বাড়িতে ডাস্টবিন দেওয়া হবে।