কেশবপুর থানা পুলিশ প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর থানা পুলিশ প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে কেশবপুর থানা কম্পাউন্ডে কেশবপুর থানার অফিসার্র ইনচার্জ জসীম উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুভ সূচনা করেন যশোর-০৬(কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। এসআই তাপস কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, আওয়ামীলীগের সভাপতি এস এম রহুল আমিন, সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, নাগরিক সমাজের আহবায়ক এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক প্রমূখ।