Type to search

কেশবপুর থানা পুলিশের অভিযানে ২৩ আসামী গ্রেফতার

যশোর

কেশবপুর থানা পুলিশের অভিযানে ২৩ আসামী গ্রেফতার

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর থানা পুলিশ গত দু’দিনে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় থেকে নিয়মিত মামলায় ও আদালতের ওয়ারেন্টভুক্ত ২৩ জন আসামীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনের নির্দেশে শুক্রবার রাতে সেকেন্ড অফিসার কামরুজ্জামান, উপ-পরিদর্শক ফজলে রাব্বি মোল্যা পুলিশ ফোর্স নিয়ে নিয়মিত মামলায় উপজেলার জাহানপুর গ্রামের মৃত রহিম উদ্দীনের ছেলে মহির হোসেন গাজী (৫০), তার ছেলে রুবেল হোসেন (২৫) ও আলমগীর হোসেন (৩০), আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী বালিয়াডাঙ্গা গ্রামের অলিয়ার দফাদারের ছেলে হামিদ দফাদার (২৮), ভান্ডারখোলা গ্রামের আমির আলী ফকিরের ছেলে ফারুক হোসেনকে (৪০) গ্রেফতার করে।
অপর দিকে বৃহস্পতিবার রাতে থানার উপ-পরিদর্শক ফরিদ আহম্মেদ, তাপস কুমার রায়, সহকারী উপ-পরিদর্শক আব্দুস সালাম, জাহিদ হাসান, শ্যামল সরকার ও মহসীন আলী পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিয়মিত মামলায় উপজেলার ভালুকঘর গ্রামের মৃত জামাল উদ্দীন দপ্তরির ছেলে ঈমাম উদ্দীন (৫৫), ঈমাম উদ্দীনের ছেলে আবুল বাসার (২২), একই গ্রামের মহিউদ্দীন দপ্তরির ছেলে মুস্তাক (২২) ও হাফিজুর রহমান (২০) ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী কোমরপোল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রফিকুল্ল্যা (৩৫), দোরমুটিয়া গ্রামের জামাল মোড়লের ছেলে মনিরুজ্জামান মনি (৩৫), আড়–য়া গ্রামের কেস্টপদ বিশ্বাসের ছেলে বুদ্ধেশ্বর (৪৫), নিতাই বিশ্বাসের ছেলে ইন্দ্র বিশ্বাস (৩৭), কালাচান মন্ডলের ছেলে টিপু মন্ডল (৩৫), মোমেন বিশ্বাসের ছেলে শান্ত বিশ্বাস (৩০), সারুটিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল হান্নান (৪৯), আব্দুস সামাদের ছেলে আব্দুল গফুর (৩৮), মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সাত্তার (৪২), বায়সা গ্রামের মৃত রজব আলীর ছেলে নাসির উদ্দীন (৪০), মৃত সেলিমের ছেলে শাহীন আলম (৩৫), মৃত মেহের আলীর ছেলে মিজানুর রহমান (৪৫), মিজানুর রহমানের স্ত্রী নাসিমা বেগম (৩৫), সাতবাড়িয়া গ্রামের আবুল হোসেন মোড়লের ছেলে মতিয়ার রহমানকে (৩৫) গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন বলেন, আটককৃদের বিরুদ্ধে থানার নিয়মিত মামলায় ও বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *