কেশবপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন চালু

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর
যশোরের কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন ব্যবস্থা চালু করা হয়েছে। রোববার দুপুরে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ প্রফেসর এটিএম বদরুজ্জামান ওই ক্যান্টিন উদ্বোধন করেন। কলেজ চলাকালীন শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মচারী ও অভিভাবকেরা এ ক্যান্টিন থেকে স্বল্পমূল্যে বিভিন্ন খাবার খেতে পারবেন। কেশবপুর কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি ক্যান্টিনের। এ ক্যান্টিনটি চালু হওয়ায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় শিক্ষার্থীরা খুশি হয়েছেন।
ক্যান্টিন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ক্যান্টিন কমিটির আহ্বায়ক কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক এনায়েত হোসেন, সদস্য প্রভাষক আজিবর রহমান, প্রভাষক জুলমত আলী, প্রভাষক আব্দুর রউফ, প্রভাষক লুৎফর রহমান, ক্যান্টিন নির্মাণ কমিটির আহ্বায়ক আজিজুর রহমান প্রমুখ।