জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।যশোরের কেশবপুরে রোববার মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৮০ চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দিনব্যাপী কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়, হাসপাতাল মোড়ে যশোর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর নুরুজ্জামান ওই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, সড়কে মোটরসাইকেল নিয়ে চলাচলকারী চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৮০ মোটরসাইকেল আটক করে চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। আটককৃত মোটরসাইকেল থানা হেফাজতে নেয়া হয়েছে।
এ ব্যাপারে যশোর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর নুরুজ্জামান বলেন, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেশবপুর শহরে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় ৮০ মোটরসাইকেল আটকসহ চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.