কেশবপুরে ৭৪ পাউন্ড ওজনের কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে কেক কাটা, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর -৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ প্রমুখ ।
আলোচনা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ৭৪ পাউন্ড ওজনের কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন পালন করেন। প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়ার সহসভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, আমজাদ হোসেন, আব্দুস সামাদ, শফিকুল ইসলাম মুকুল প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়ার সহসভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, আমজাদ হোসেন, আব্দুস সামাদ, শফিকুল ইসলাম মুকুল প্রমুখ।