প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২১, ৪:২১ পি.এম
কেশবপুরে ৫ শত অসহায় পরিবারের মাঝে শাহীন চাকলাদার এমপি’র ত্রাণ সামগ্রী বিতরণ

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে-
যশোরের কেশবপুর পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে বরাদ্দকৃত চাউল এবং নগদ অর্থে ক্রয়কৃত ত্রাণ সামগ্রী নরসুন্দর, স-মিল শ্রমিক, লন্ডী দোকানদারসহ ৫শত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে রবিবার দুপুরে পৌরসভা চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউর হাসান হ্যাপী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ, পৌর কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, জি এম কবির হোসেন, কামাল খান, আব্দুল হালিম, সংরক্ষিত পৌর কাউন্সিলর খাদিজা খাতুন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.