প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৩, ১০:১৩ পি.এম
কেশবপুরে ১৫ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুরে ১৫ জন গরীব ও অসহায় পরিবারকে বিনামূল্যে ৩০টি ছাগল দেওয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলার বড়েঙ্গার স্লুুইস গেট সংলগ্ন ঈদগাহ ময়দানে সম্মিলনী সেবা সংস্থার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কর্ন্দপপুর, বড়েঙ্গা, লমাগুরখালী, বসুন্তিয়া গ্রামের ১৫ অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে দুটি করে ছাগল বিতরণ করা হয়েছে। সম্মিলনী সেবা সংস্থার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায়দের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। সংস্থার পরিচালক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ নূর আল আহসান বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে কবিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল হালিম, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নির্বাহী অফিসার সাঈদুল আলম।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.