প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২২, ১০:০৯ পি.এম
কেশবপুরে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর
যশোরের কেশবপুরে সড়ক দূর্ঘটনায় আহত শিশু শ্রেণির ছাত্র তানভির আহম্মেদ মারা গেছে। শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
চিংড়া পুলিশ ক্যাম্প সুত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বারুইহাটি গ্রামের মুজিবর রহমান মোল্লার পুত্র তানভির আহম্মেদ(৮) গত বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শে সড়কের উপর মোটরসাইকেলের সাথে দূর্ঘটনার কবলে পড়ে মারাত্মক ভাবে আহত হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়েছে।
মৃত্যু শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পাশে রাস্তার উপর ধান শুকাতে দেয়া হয়। এ ধান হাঁসে খেতে থাকে। এ হাঁস তাড়াতে গেলে শিশুটিকে একটি মোটরসাইকেল চাপা দেয়। সে বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র। শুক্রবার সকালে শিশুটির মৃত দেহ বাড়িতে পৌছালে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। চিংড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মৃতের লাশ তাদের নিয়ন্ত্রণে নেয়। এরিপোর্ট লেখা পযর্ন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.