প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৪:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২১, ১০:১২ পি.এম
কেশবপুরে সর্বত্র করোনা ভাইরাস ৩ দিনে ২৮ জন আক্রান্ত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে
যশোরের কেশবপুরে সর্বত্র ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বৃহস্পতিবার নতুন করে ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে গত তিন দিনে ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর বলেন, বৃহস্পতিবার করোনা পরীক্ষায় ১২ জন করোনা পজেটিভ হয়েছে। এ ছাড়া বুধবার ১০ জন ও মঙ্গলবার ৬ জন। বুধবার আক্রান্ত ব্যক্তিরা হলেন, সাংবাদিক দিলীপ কুমার মদক (৪৯), বাঁশবেড়িয়া গ্রামের শওকাত আলী (৫৫) আলতাপোল গ্রামের মেহেদি হাসান (২৪), কন্দপপুর গ্রামের শাহজাহান আলী (২৪), কেশবপুরে সুদীপ্তা (২৫), রতন হালদার (২৭), আলতাপোল গ্রামের জাকির হোসেন'(৩১), মির্জানগর গ্রামের আজগার আলী (৩৫), বরণডালি গ্রামের ফাতেমা (৩৫) ও বালিয়াডাঙ্গা গ্রামের এনামুল (২৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে ৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকীরা নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন দেয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহি অফিসার এমএম আরাফাত হোসেন।
এ সময় উপজেলা নির্বাহি অফিসার এমএম আরাফাত হোসেন বলেন, আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক ব্যবহার করি।
##
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.