প্রেস বিজ্ঞপ্তি: গত ০৮ জানুয়ারী রাত ১০টায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের যশোর জেলার কেশবপুর থানাধীন ০৯ নং গৌরিঘোনা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের সন্ন্যাসগাছা সাকিনস্থ(রয়নাবাজ) ব্রিজের উত্তর পাশের্^ পাঁকা রাস্তা দিয়ে একটি সেডান প্রাইভেটকারসহ ০১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সাতক্ষীরা হইতে কেশবপুরের দিকে আসিতেছে। উক্ত সংবাদের সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আভিযানিক দল উপরোক্ত স্থানে অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে সেডান প্রাইভেটকারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং উক্ত প্রাইভেটকার তল্লাশী করে ৫০২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে, যাহা প্রাইভেট কারের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ছিল। ধৃত মাদক ব্যবসায়ী ১। তানভীর মাহতাব শশী(২৫), পিতাঃ মৃতঃ সানোয়ার হোসেন, মাতাঃ সীমা বেগম, সাং- বাড়ী নং-এন/কে-৭২, ১০ নং ওয়ার্ড, খালিশপুর, থানাঃ খালিশপুর, জেলা- কেএমপি, কেএমপি, খুলনাকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় সে প্রায় প্রাইভেটকারে করে ফেন্সিডিল বহন করে থাকতো। এ সময় তার নিকট হতে ০১ টি মোবাইল, সিমকার্ড ০১ টি, প্রাইভেট কার ০১ টি ও গাড়ির চাবি ০১ টি এবং গাড়ীর সংশ্লিষ্ট কাগজপত্র ০৭ কপি জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে যশোর জেলার কেশবপুর থানায় হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১৪(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.