Type to search

কেশবপুরে মোবাইল কোটে ৮ ব্যক্তিকে জরিমানা

যশোর

কেশবপুরে মোবাইল কোটে ৮ ব্যক্তিকে জরিমানা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)  থেকে:

যশোরের কেশবপুরে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারী নিদর্শনা মোতাবেক উপজেলা প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে শনিবার উপজেলার বিভিন্ন স্থানে ছয় ব্যবসায়ী ও দুই ভাড়ায় চালিত মটরসাইকেল চালককে মোবাইল কোর্টে বসিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা নুসরাত জাহান জানান, সকালে যে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা সে সকল প্রতিষ্ঠান খোলার অপরাধে ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে শনিবার ৬ ব্যবসায়ী ও ভাড়া চালিত ২ মটর সাইকেল চালককে জরিমানা করে আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসের পেশকার বিশ্বজিৎ সরকার জানান, শনিবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার, সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কেশবপুর পৌর শহরের সরকারী নির্দেশনা না মেনে কতিপয় অসাধু ব্যবসায়ী তাদের দোকান খুলে রেখে জনসমাগমের সৃষ্টি করার দায়ে চায়ের দোকানদার আতিয়ার ররহমানকে ৫শত টাকা, মঙ্গলকোট বাজারের কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামকে ৫শত টাকা, ইলেক্ট্রোনিক্সের ব্যবসায়ী আক্তার হুসাইনকে ৫শত টাকা, আগরহাটি-ভাইনা বাজারের ইলেক্ট্রোনিক্সের ব্যবসায়ী আফসার আলীকে ৫শত টাকা, কলাগাছি বাজারের ইলেক্ট্রোনিক্সের ব্যবসায়ী সোহেল রানা ১ হাজার টাকা,ও তৌহিদুজ্জামানকে ১হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বাউশালা গ্রামের ইব্রাহিম হোসেন নামে এক ভাড়া মটরসাইকেল চালককে ২শত টাকা এবং কুসুলদিয়া গ্রামের হাসানুজ্জামান নামে এক ভাড়া মটরসাইকেল চালককে ২শত টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।